সম্মান ফেরাতে ভারতের লড়াই আজ

এবারের চলতি আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। ১০ উইকেটের বড় হারটি বিশ্বমঞ্চে তাদের প্রথম হার। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ভালো খেলেনি বিরাটের দল। ওই ম্যাচও হেরে যায় তারা।

পাকিস্তানের বিরুদ্ধে হারের কারণ হিসেবে বাবর আজমদের বিরুদ্ধে না খেলাকেই দায়ী করছে কিছু মহল। আজকের ম্যাচে ভারতকে এগিয়ে রাখলেও যেকোনো সময় অঘটন ঘটাতে পারে আফগান সন্যরা। কারণ আইপিএল-এ রশিদ খানদের সঙ্গে খেললেও অন্যদের চেনেন না ভারত।

টি২০ ক্রিকেটে আফগান বেশ শক্তিশালী দল। রশিদ, মহম্মদ নবি, মুজিব উর রহমানদের স্পিন যেমন বিপদে ফেলতে পারে, তেমনই ব্যাট হাতে মহম্মদ শাহজাদরাও বিধ্বংসী হয়ে উঠতে পারেন।

রশিদদের সামনে সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার। সেমিফাইনালে যেতে হলে ভারতের বিরুদ্ধে জয় প্রয়োজন রশিদদের। সেই সঙ্গে সম্মান ফিরে পাওয়ার লড়াইয়ে নামতে হবে কোহলীদের।

এখনও পর্যন্ত ভারত ও আফগানিস্তান টি-টোয়েন্টি-তে মুখোমুখি হয়েছে মাত্র দুবার। একবারও জিততে পারেনি আফগান সন্যরা।

পাঠকের মন্তব্য