এবি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কৌশলগত পরিকল্পনা ২০২৬ অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৭ জানুয়ারী, ২০২৬
এবি ব্যাংক পিএলসি. এর চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখা ব্যবস্থাপকদের নিয়ে সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেশনে অংশগ্রহণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মহাদেব সরকার সুমন এফসিএ এবং উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ ।
এসময় ব্যাংকের পূর্ববর্তী বছরের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।