খামেনিকে ‘অসুস্থ’ বললেন ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘অসুস্থ ব্যক্তি’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে খামেনির শাসনের অবসানের আহ্বানও জানিয়েছেন তিনি।

ইরানে চলমান বিক্ষোভে নিহতদের জন্য ট্রাম্পকে দায়ী করে খামেনির মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’

ট্রাম্প বলেন, ‘ইরানের শাসকগোষ্ঠী দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করেই ক্ষমতায় টিকে আছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) খামেনির দেওয়া একাধিক পোস্টের প্রতিক্রিয়ায় তিনি  এ মন্তব্য করেন। ওই পোস্টগুলোতে খামেনি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে ইরানে ‘বিদ্রোহ উসকে দেওয়ার’ অভিযোগ তোলেন।

ট্রাম্প বলেন, ‘একজন দেশের নেতা হিসেবে তিনি যে অপরাধে দোষী, তা হলো পুরো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এবং ইতিহাসে নজিরবিহীন মাত্রার সহিংসতা ব্যবহার করা। দেশের কার্যক্রম—যদিও তা খুবই নিম্নমানের—চালু রাখতে নেতৃত্বের উচিত নিজের দেশ সঠিকভাবে পরিচালনায় মনোযোগ দেওয়া, যেমন আমি যুক্তরাষ্ট্রে করি, হাজার হাজার মানুষ হত্যা করে নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা নয়।’

তিনি আরও বলেন, ‘নেতৃত্ব মানে সম্মান, ভয় ও মৃত্যুর রাজনীতি নয়।’

খামেনিকে কড়া ভাষায় সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘এই ব্যক্তি একজন অসুস্থ মানুষ। তার উচিত নিজের দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। দুর্বল নেতৃত্বের কারণে তার দেশটি পৃথিবীর সবচেয়ে খারাপ বাসযোগ্য জায়গায় পরিণত হয়েছে।’

পাঠকের মন্তব্য