বিপিএলের শীর্ষ দুইয়ে থাকার লক্ষ্য নিয়ে যা বলছে চট্টগ্রাম
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৮ জানুয়ারী, ২০২৬
চলমান বিপিএলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। ৯ ম্যাচে ৬ জয়ে পেয়েছে ১২ পয়েন্ট। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারলে টেবিলের শীর্ষ দুইয়ে থাকার পাশাপাশি চট্টগ্রামের প্রথম কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত হবে। এ নিয়ে আত্মবিশ্বাস আছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটার মাহমুদুল হাসান জয়।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে গতকাল (শনিবার) হারের পর সংবাদ সম্মেলনে এসে জয় বলেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম, (বল ঠিকঠাক) ব্যাটে লাগছিল। যদি ইনিংস বড় করে ৬০-৭০ রান করতে পারতাম দলের রান ১৬০-৭০ পর্যন্ত যেতে পারত। আফসোস তো থাকবেই। আমরা দুই দলই এখন টপে আছি। আজকে জিতলে হয়তো ১ নম্বরে থেকে শেষ করতে পারতাম। এক ম্যাচ আছে, যদি সেটাতে জিততে পারি তাহলেও এগিয়ে থাকব।’
রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। লক্ষ্য তাড়ায় নাজমুল হোসেন শান্ত’র দল ৩ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান চূড়ান্তভাবে নিজেদের করে নিয়েছে। কারণ তাদের সমান ১৬ পয়েন্ট পাওয়ার সুযোগ আর কারও নেই। এই ম্যাচে নিজেদের পরিকল্পনা প্রসঙ্গে জয় বলেন, ‘চেষ্টা করেছি শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার। খেলা যতটা লম্বা করা যায়। শেষে গিয়ে শেষ করার (কিন্তু হয়নি)।’
শীর্ষ দুইয়ে থেকে লিগপর্ব শেষ করতে পারলে প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবে চট্টগ্রাম। তাতে ম্যাচ হারলেও তাদের ফাইনাল নিশ্চিতের জন্য আরেকটি সুযোগ থাকবে। সেই আশা এখনও ছাড়ছেন না জয়, ‘সেরা দুইয়ে থাকলে দুইটা সুযোগ। আরেক ম্যাচ বাকি আছে। সেটা ভালোভাবে শেষ করতে পারলে সুযোগ থাকবে। রাজশাহীর সঙ্গে সিলেটে এক ম্যাচ জিতেছি। আজকেও খুব ভালো ক্রিকেট হলো। যদি ভালো পারফর্ম করি মাঠে, প্রতিপক্ষ যে-ই হোক, ভালো খেলা হবে। রাজশাহী ভালো দল, আমরাও ভালো খেলছি মাঠে।’
চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীর জয়ের নায়ক আকবর আলী। ১৫তম ওভারে তিনি শেখ মেহেদীর বলে হ্যাটট্রিক ছক্কা হাঁকান। ৪৮ রান করা আকবরকে নিয়ে চট্টগ্রামের জয় জানান, ‘ও ভালো ব্যাট করছিল। সেই ওভারে (শেখ মেহেদী) যদি আরেকটু কনসিডার করা যেত। অফস্পিনার এবং বিপরীতে ডানহাতি ব্যাটার দেখে টার্গেট করেছিল হয়তো।’