নিকাব পরে টকশোতে অংশ নিতে বাধা, সেই কর্মীকে অব্যাহতি দিল চ্যানেল আই

নিকাব পরে টকশোতে অংশ নেবে জানানো পর চ্যানেল আইয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েও বাদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। তার অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কাজে জড়িত এক কর্মীকে অব্যাহতি দিয়েছে বেসরকারি চ্যানেলটির কর্তৃপক্ষ।

রোববার (১৯ জানুয়ারি) প্রতিষ্ঠানটির সহকারী প্রযোজক আতোয়ার শিকদার নামের একজন কর্মীকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। এতে বলা হয়, চ‍্যানেল আইয়ের নীতি পরিপন্থী কাজ করায় সংশ্লিষ্ট কর্মীকে অব‍্যহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পত্রে বলা হয়, ‘৩৬ জুলাই’ অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার বক্তব্য ‘চ্যানেল আই’ এর ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে। একজন সম্মানিত অতিথির সাথে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আই এর নীতি ও চর্চার পরিপন্থী। আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে ‘চ্যানেল আই’ এর সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।

দ্রুত তাকে অনুষ্ঠান সংক্রান্ত সকল কাগজপত্র ও ডকুমেন্ট হস্তান্তর করার জন্যও বলা হয় চ্যানেল আইয়ের পক্ষ থেকে।

এরআগে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি অভিযোগ করেন, ‘আজকে (শনিবার) বিকেল ৩টায় চ্যানেল আই-এ একটা টকশোতে অ্যাটেন্ড করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি যাবো বলে চ্যানেল আই এর শিকদার (আতোয়ার শিকদার) ভাইকে জানাই। কিছুক্ষণ আগে শিকদার ভাই কল দেওয়ার পর আমি উনাকে জানাই, ‘আমি নিকাব করে টকশোতে অ্যাটেন্ড করবো।’ এরপর শিকদার ভাই, জাহিদ ভাইকে জানায়, নিকাব করে টকশোতে অ্যাটেন্ড করা যাবে না।’

সাকাফি আরও জানান, ‌‘জাহিদ ভাই আমার সঙ্গে যোগাযোগ করলে, আমি মাস্ক পরে টকশোতে অ্যাটেন্ড করবো জানাই। জাহিদ ভাই, শিকদার ভাইকে সেটা জানায়। কিন্তু চ্যানেল আই এক্ষেত্রে আমাকে অ্যালাউ করেনি। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টকশোর জন্য নেবে জানায়। জাহিদ ভাই, শিকদার ভাইকে বলে, ‘নিকাব করে মেয়েরাও আন্দোলন করেছে। নিকাব করে কেন টকশোতে অ্যাটেন্ড করা যাবে না?’ শিকদার ভাই জানায়, এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডিসিশন।’

এদিকে সাকাফির দেওয়া এই ফেসবুক স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। অবশ্য দুপুরে চ্যানেলটির পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেয়া হয়। তাদের অনুষ্ঠানে নেকাব পরিহিতরা আগে থেকেই অংশ নিয়েছে এমনটাও জানানো হয়।

ফেসবুক পেজে দেওয়া পোস্টে চ্যানেলটির পক্ষ থেকে বলা হয়, ‘নিকাব, হিজাব পরে চ্যানেল আই-এ নারীদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও তার প্রতিক্রিয়া আমাদের নজরে এসেছে। হিজাব পরে অনেকেই বিভিন্ন সময়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। নেকাব পরে অনুষ্ঠানে অংশগ্রহণও একটি স্বাভাবিক ব্যাপার। নারীর সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি চ্যানেল আই সব সময় সম্মান প্রদর্শন করে। আলোচ্য ঘটনায় সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

পাঠকের মন্তব্য