ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে থাকবে পাকিস্তানের নাম
- - নিউজ -
- ডেস্ক --
- 22 January, 2025
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটিয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিশ্চিত করেছে যে, তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্ধারিত গাইডলাইন অনুসরণ করবে। এর ফলে ভারতের অফিসিয়াল জার্সিতে আইসিসি অনুমোদিত লোগো থাকবে, যেখানে পাকিস্তানের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
বিসিসিআই-এর সচিব দেবজিত সাইকিয়া স্পষ্ট জানিয়েছেন, ‘আমরা আইসিসি’র গাইডলাইন অনুসরণ করবো,’ — ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন। ভারতীয় জার্সিতে পাকিস্তানের উল্লেখ থাকা নিয়ে প্রশ্ন করা হলে সাইকিয়া পুনরায় জোর দিয়ে বলেন, ‘আমরা আইসিসি’র নির্দেশনা মেনে চলবো।’
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আয়োজক পাকিস্তান হলেও, ভারতীয় দল তাদের ম্যাচ খেলবে দুবাইতে। ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকার বিষয়ে আপত্তি জানানো হলেও বিসিসিআই তা অনুসরণ করবে বলে নিশ্চিত করেছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হবে। যদিও এখনো নিশ্চিত নয় যে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন কিনা, কারণ ২০০৮ সালের পর থেকে ভারত কোনো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক ক্রিকেট ইভেন্টের জন্য পাকিস্তান সফর করেনি।
বিশ্ব ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে তাদের কিট এবং জার্সি অনুমোদনের জন্য আইসিসি’র কাছে পাঠাতে হয়। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ড দলকে ইংল্যান্ড ও ওয়েলস লেখা জার্সি পড়তে হয়েছিল, একইভাবে পাকিস্তান বিশ্বকাপ ২০২৩-এ ভারতের নামযুক্ত জার্সি পড়েছিল।
তবে, এশিয়া কাপে বিষয়টি ভিন্ন ছিল। ২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তান স্বাগতিক থাকলেও টুর্নামেন্টের লোগোতে তাদের নাম অন্তর্ভুক্ত ছিল না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সেই সময় নীতিমালা পরিবর্তন করে হোস্ট দেশের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি এবং আইসিসি-ও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। জানা গেছে, বিসিসিআই এই বিষয়ে আইসিসি’র কাছে কোনো আনুষ্ঠানিক আবেদনও করেনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কের রাজনৈতিক উত্তাপের মধ্যেও ক্রিকেটের নিয়ম ও শর্ত মেনেই ভারতের অংশগ্রহণ নিশ্চিত হতে চলেছে। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্স কেমন হয় এবং দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক কোন দিকে মোড় নেয়।