ওয়ালটনর প্যাসঞ্জার কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উদ্বাধন করলন কন্ঠশিল্পী তাহসান

প্রাইভট কার, মাইক্রা বাস, পিক-আপ ভ্যান, অটা-রিকসায় (সিএনজি) ব্যবহার উপযাগি গ্রাভিটন সিরিজর নতুন সাত মডলর কার ব্যাটারি বাজার এনছ ওয়ালটন মাইক্রা-টক করপারশন। জাপানিজ স্ট্যান্ডার্ড তরি সিলড মেইনটনন্স ফ্রি ওয়ালটনর কার ব্যাটারিত ব্যবহৃত হয়ছ উনতমানর প্রযুক্তি। যা উনত পারফরম্যান্স নিশ্চিত করার পাশাপাশি গাড়ি ব্যবহারকারীদর দব রাস্তায় নিরাপদ অবিরাম চলার শক্তি। 

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপারট অফিস আয়াজিত এক জমকালা অনুষ্ঠান নতুন মডলর কার ব্যাটারিগুলা উদ্বাধন করন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান, ওয়ালটন হাই-টক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানজিং ডিরক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা এবং ওয়ালটন মাইক্রা-টেক করপারশনর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি।

এ সময় প্রতিষ্ঠানর অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণসহ ওয়ালটন ব্যাটারির শতাধিক ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলন।

বাজার নিয় আসা ওয়ালটনর কার ব্যাটারির নতুন মডলগুলা হলা গ্রাভিটন এন৫০জড, গ্রাভিটন এন৫০জডএল, গ্রাভিটন এনএস৪০জডএল, গ্রাভিটন এনএস৬০এল, গ্রাভিটন এনএস৭০, গ্রাভিটন এএক্স১২০-৭ এবং গ্রাভিটন এনএক্স১২০-৭ এল। প্রিমিয়াম ক্যাটগরির ওয়ালটনর এসব গাড়ির ব্যাটারি ৮ হাজার ৬৫০ টাকা থক ১৫ হাজার ৬০০ টাকার মধ্য পাওয়া যাব। সারা দশ ওয়ালটনর ডিস্ট্রিবিউটর ও ডিলার শারুম পাওয়া যাব এসকল ব্যাটারি। 

অনুষ্ঠান ওয়ালটন হাই-টকর ম্যানজিং ডিরক্টর এস এম মাহবুবুল আলম বলন, ওয়ালটন এখন শুধু একটি নাম নয়; এটি একটি জাতীয় ব্র্যান্ড। একটি প্রতিশ্রুত ‘মড ইন বাংলাদশ’ সাফল্যর প্রতীক। স্মার্ট ইলকট্রনিক্স পণ্য থক মোবাইল, ল্যাপটপ সব ক্ষত্রই ওয়ালটন এখন দশর গর্ব। নিজস্ব কারখানায় তৈরি সিলড মইনটন্যান্স ফ্রি (ঝগঋ) কার ব্যাটারি উদ্বাধনর মধ্য দিয় ওয়ালটনর নিরÍর এই অগ্রযাত্রায় আরকটি গরবময় অধ্যায় যুক্ত হলা। এটি আমাদর ম্যানুফ্যাকচারিং সক্ষমতা, গবষণা দক্ষতা, এবং গ্রাহকর প্রতি আমাদর দায়বদ্ধতারও প্রতিফলন।

তিনি আরও বলন, ভবিষ্যত লা মইনটন্যান্স কার ও কমার্শিয়াল ভহিকল ব্যাটারি, সালার ও আইপিএস ব্যাটারি বাজার আনার পরিকল্পনা রয়ছ আমাদর। 

ওয়ালটন মাইক্রা-টক করপারশনর সিইও নিশাত তাসনিম শুচি জানান, দশ গাড়ির ব্যাটারির বাৎসরিক চাহিদা প্রায় ৫ লাখ ইউনিট এবং বাজারর আকার ৩’শ কাটি টাকার বশি। সম্ভাবনাময় এই বাজার চাহিদা পূরণ কয়ক বছর ধর কার ব্যাটারি নিয় গবষণা চালাছ ওয়ালটনর আরঅ্যান্ডআই টিম। এরই ধারাবাহিকতায় ওয়ালটন আজ ৭ মডলর কার ব্যাটারি বাজার ছড়ছ। এসব ব্যাটারির উৎপাদন প্রক্রিয়ায় শতভাগ কায়ালিটি নিশ্চিত করা হয়ছ। বর্তমান গাড়ি ও মাটরসাইকলর ব্যাটারি, রিচার্জবল ফ্যান, অনলাইন ইউপিএস ও ইমার্জন্সি লাইটসহ বিভিন ডিভাইসর আÍর্জাতিক মানসম্পন ব্যাটারি, স্মল ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করছ ওয়ালটন।

অনুষ্ঠান ব্যাটারির উৎপাদন প্রক্রিয়া, গ্রাভিটন ব্যাটারির ফিচার, গুণগত মান ও প্রযুক্তিগত দিক নিয় বিস্তারিত তথ্য-উপাত্ত তুল ধরন ওয়ালটন মাইক্রা-টকর সিইও এর বিজনস কা-অর্ডিনটর আব্দুল্লাহ আল আসিফ এবং ওয়ালটন ব্যাটারির রিসার্চ অ্যান্ড ইনাভশন (আরঅ্যান্ডআই) বিভাগর প্রধান প্রকশলী নাহিদ আল মাহমুদ।

তারা জানান, গ্রাভিটন ব্যাটারির মূল বশিষ্ট্য হছ টকসই ও দীর্ঘ¯ায়ী, ম্যাক্সিমাম ক্র্যাঙ্কিং পারফরম্যান্স এবং যকানা আবহাওয়ায় পারফর্ম্যান্স থাক অটুট। সর্বাচ গুণগত মান নিশ্চিত করত উৎপাদন প্রক্রিয়ায় জাপানিজ স্ট্যান্ডার্ডে অনুসরণ করা হয়েছে। 

 

পাঠকের মন্তব্য