ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’, বৈশ্বিক দূষিত শহরের তালিকায় চতুর্থ
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৭ অক্টোবর, ২০২৫
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ (সোমবার) সকালেও রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
আইকিউএয়ারের সকাল ৯টার তথ্য অনুযায়ী, ঢাকার গড় বায়ুমান সূচক ১৬১ রেকর্ড করা হয়েছে। এই স্কোর অনুযায়ী, ঢাকাকে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ স্থানে দেখা গেছে। বাতাসের মান ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, যা সকলের জন্যই ক্ষতিকর এবং বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি) জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
দূষণের প্রধান কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাতাসে ভাসমান সূক্ষ্ম কণা পিএম২.৫ (PM2.5)-এর উপস্থিতি। আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার বাতাসে পিএম২.৫-এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত দৈনিক নির্দেশিকা মানের তুলনায় ১৪ গুণ বেশি।
রাজধানী ঢাকার চেয়েও বাতাসের মান আজ বেশি খারাপ রেকর্ড করা হয়েছে খুলনায়। সেখানে বায়ুমান সূচক ১৯২। এ ছাড়া গাজীপুরের কাপাসিয়ায় বায়ুমান সূচক ২৩২।
বর্তমান ‘অস্বাস্থ্যকর’ বায়ুমানের কারণে সবারই স্বাস্থ্যঝুঁকি রয়েছে, বিশেষত সংবেদনশীল গোষ্ঠীর জন্য এটি আরও বেশি ক্ষতিকর। আইকিউএয়ার এই পরিস্থিতিতে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণের পরামর্শ দিয়েছে—
১. মাস্ক ব্যবহার: ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা। ২. জানালা বন্ধ রাখা: দূষিত বায়ু ঘরে প্রবেশ করা ঠেকাতে জানালা বন্ধ রাখা। ৩. বাইরে ব্যায়াম পরিহার: যথাসম্ভব বাইরে ব্যায়াম করা এড়িয়ে চলা। ৪. এয়ার পিউরিফায়ার ব্যবহার: সম্ভব হলে ঘরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা।
নির্মাণ কাজ থেকে সৃষ্ট ধুলা, যানবাহনের ধোঁয়া এবং শিল্প-কারখানার নির্গমন ঢাকার বায়ু দূষণের প্রধান কারণ। শীতের শুষ্ক আবহাওয়া শুরু হওয়ায় এই দূষণ আরও বেড়েছে।