মেডিক্স সিগনেচার ক্লিনিক-এ উদ্বোধন হলো বিটিএল-এর উন্নত অ্যাস্থেটিক ও ওয়েলনেস প্রযুক্তি

মেডিক্স সিগনেচার ক্লিনিক, ইউনাইটেড হেলথকেয়ারের প্রতিষ্ঠান, গত ১১ নভেম্বর ২০২৫-এ আয়োজন করে “মেডিক্স অ্যাস্থেটিক এভোলুশন ফিচারিং বিটিএল ২০২৫”, যেখানে বিটিএল অ্যাস্থেটিকসের বিশ্বখ্যাত অ্যাস্থেটিক ও ওয়েলনেস প্রযুক্তি উপস্থাপন করা। অনুষ্ঠানটি মেডিক্স সিগনেচার ক্লিনিকের ধানমন্ডি সেন্টারে অনুষ্ঠিত হয়।

দেশের শীর্ষস্থানীয় চর্মরোগ বিশেষজ্ঞ, প্লাস্টিক সার্জন ও অন্যান্য চিকিৎসকদের পাশাপাশি ইউনাইটেড হেলথকেয়ার ও বিটিএল অ্যাস্থেটিকসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব নিজামউদ্দিন হাসান রশীদ বলেন, “মেডিক্স সিগনেচার ক্লিনিকে আমাদের লক্ষ্য হলো চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে রোগীদের আত্মবিশ্বাস ও জীবনমান উন্নত করা। বিটিএল-এর আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রযুক্তির মাধ্যমে আমরা নিরাপদ, কার্যকর ও অনন্য অ্যাস্থেটিক কেয়ারের নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছি।”

উপস্থিত অথিতিদের মধ্যে থমাস বলেস্লাভস্কি, বিটিএল ইন্টারন্যাশনালের ক্লিনিক্যাল ডিরেক্টর বলেন, “বিটিএল-এর সকল ডিভাইস ইউরোপে গবেষণা, উন্নয়ন ও উৎপাদিত হয়। আমরা সবসময় প্রযুক্তির চেয়ে চিকিৎসা ও রোগীর অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়ে থাকি, কারণ রোগীরা প্রযুক্তির জটিলতা নয়, বরং এর কার্যকারিতা ও স্বাচ্ছন্দ্যকেই বেশি গুরুত্ব দেন। তাই আমাদের মূল লক্ষ্য এমন অ্যাস্থেটিক প্রযুক্তি তৈরি করা যা সর্বোচ্চ কার্যকারিতা, নিরাপত্তা ও রোগীর সন্তুষ্টি নিশ্চিত করে।”

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মেটলাইফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ধানমন্ডি সোসাইটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন, যা মেডিক্সের স্বাস্থ্যসেবা খাতে কর্পোরেট প্রতিষ্ঠানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটায়।

মেডিক্স সিগনেচার ক্লিনিক বাংলাদেশের অ্যাস্থেটিক ও প্লাস্টিক সার্জারির জগতে নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানের নিরাপদ, কার্যকর ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা সেবা দেশের মানুষের নাগালে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

 

পাঠকের মন্তব্য