কানাডিয়ান ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সরস্বতী পূজা উদযাপন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৫ জানুয়ারী, ২০২৬
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা, জ্ঞান ও সৃজনশীলতার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় *কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে* যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে *শ্রী শ্রী সরস্বতী পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬*।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের রুফটপে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সি. ইউ. বি. পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই পূজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার কার্যক্রম সম্পন্ন হয়।
পূজা প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থেকে আয়োজন পরিদর্শন করেন এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রশংসা করেন। এদিন পূজাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, পুস্তক ও সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।
পূজায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এই আয়োজন তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করেছে। একইসঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রে অংশ নেওয়ায় এটি ক্যাম্পাসে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
*সি. ইউ. বি. পূজা উদযাপন কমিটি* জানায়, দেবী সরস্বতীর আশীর্বাদে জ্ঞান, শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত সমাজ গঠনের প্রত্যয় নিয়েই এ আয়োজন সম্পন্ন করা হয়েছে।