টানা ৫ দিনের ছুটি!
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২৬ জানুয়ারী, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে সরকার। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে নির্বাহী আদেশে দুই দিনের এই ছুটি মঞ্জুর করা হয়েছে। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার সারা দেশে এই ছুটি কার্যকর থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের আলোকে এই পদক্ষেপ নেওয়া হলো। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এই ছুটির আওতায় থাকবেন। পাশাপাশি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও এই নির্দেশনা প্রযোজ্য হবে।
সাধারণ ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য কিছুটা ভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। তাদের ভোটদানের সুবিধার্থে মূল ছুটির আগের দিন, অর্থাৎ আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শিল্পাঞ্চলের কর্মীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগের সুযোগ পাবেন। কারণ ভোটের ছুটির পরপরই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। অন্যদিকে, সাধারণ চাকরিজীবীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটি।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে। এই সময়ের মধ্যে নাগরিকদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে। মূলত ভোটগ্রহণের সুবিধার্থেই এই দীর্ঘ ছুটির ব্যবস্থা করেছে প্রশাসন।