কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ইউএই সরকারের মানবিক উদ্যোগ
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৫ জানুয়ারী, ২০২৬
কড়াইল বস্তিতে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারের মাঝে শীতকালীন ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল (২৪ জানুয়ারি) এমিরেটস রেড ক্রিসেন্ট-এর সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাসের ইউএই ফরেইন এইড কো-অর্ডিনেশন ডিরেক্টর রাশেদ মোহাম্মাদ নাসের আলমাইল আলযাবি এই কর্মসূচির আয়োজন করেন।
রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অগ্নিকাণ্ড-পরবর্তী দুর্ভোগ মোকাবেলায় প্রয়োজনীয় সাহায্য ও ত্রাণ-সামগ্রী গ্রহণ করে।
সেসময় রাশেদ মোহাম্মাদ নাসের আলমাইল আলযাবি বলেন, “সংযুক্ত আরব আমিরাত বরাবরই বিপদগ্রস্ত মানুষদের পাশে ছিল এবং আছে। সেই ধারাবাহিকতায়, কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও অসহায় মানুষদের সহায়তা প্রদানে আমরা স্বচেষ্ট থাকবো।”
এই উদ্যোগটি, সংকটকালে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করলো।