গাজায় ১৫ মাস বন্দী থাকার পর চার ইসরায়েলি নারী সেনা মুক্তি পেয়েছেন। এই চার সেনা হলেন—কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। তাদের ইন্টারন্যাশনাল রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তাঁরা ইসরায়েলে পৌঁছেছেন। ইসরায়েলি সশস্ত্রবাহিনীর মুখপাত্র দানিয়েল হ্যাগারি বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে জানা Read more...