A PHP Error was encountered

Severity: Warning

Message: opendir(/var/cpanel/php/sessions/alt-php74): failed to open dir: Permission denied

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 356

Backtrace:

File: /home/jagorone/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct

File: /home/jagorone/public_html/index.php
Line: 316
Function: require_once

বন্ধ্যাত্ব ও পিসিওএস রোগিয়ের জন্য ফ্রি সেবা আয়োজন করলো মেডিহেল্প ফার্টিলিটি সেন্টার

বন্ধ্যাত্ব ও পিসিওএস রোগিয়ের জন্য ফ্রি সেবা আয়োজন করলো মেডিহেল্প ফার্টিলিটি সেন্টার

মেডিহেল্প ফার্টিলিটি সেন্টার এবং ধানমন্ডি ক্লিনিক এর যৌথ উদ্যোগে বন্ধ্যাত্ব ও পিসিওএস সমস্যা সমাধানে লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

শুক্রবার রাজধানীর পান্থপথে ধানমন্ডি ক্লিনিক এ অনুষ্ঠিত দিনব্যাপী এই ক্যাম্পে  আয়োজনে শতাধিক রোগিদের বিনামূল্যে নারী স্বাস্থ্য বন্ধ্যাত্ব,মানসিক স্বাস্থ্য ও ইয়োগা এবং নিউট্রিশন সংক্রান্ত সেবা দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ফার্টিলিটি কনসালট্যান্ট এবং গাইনোকোলজিস্ট ডা. হাসনা হোসেন আঁখি এবং বিশেষ অতিথি ছিলেন ধানমন্ডি ক্লিনিক চেয়ারম্যান লুৎফুল আজম রানা।

 দিনব্যাপী বন্ধ্যাত্ব ও পিসিওএস শতাধিক রোগিদের বিনামূল্যে নারী স্বাস্থ্য গাইনি ও বন্ধ্যাত্ব এবং নিউট্রিশন সংক্রান্ত সেবা প্রদান করেন ফার্টিলিটি কনসালট্যান্ট এবং গাইনোকোলজিস্ট ডা. হাসনা হোসেন আঁখি এবং পুষ্টিবিদ আনিকা নওরিন অন্তি ।
 
অনুষ্ঠানে ফার্টিলিটি কনসালট্যান্ট এবং গাইনোকোলজিস্ট ডা. হাসনা হোসেন আঁখি বলেন, যেসব রোগে আক্রান্ত রোগীদের জন্য এই পরামর্শ জরুরি ও প্রয়োজনীয় আমরা সেইই ধরনের রোগ নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি উন্নত মানের সেবা প্রদানে সব সময় অঙ্গীকারবদ্ধ।’

তিনি আরও বলেন, বন্ধ্যত্বের কারণ বা দায় বর্তায় ৪০ ভাগ ক্ষেত্রে নারীর ওপর, ৪০ ভাগ ক্ষেত্রে পুরুষের ওপর, বাকি ২০ ভাগ ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই দায়ী থাকেন। বন্ধ্যত্ব কোনো দুর্ভাগ্য বা অভিশাপ নয়। এটি একটি স্বাস্থ্যগত বিষয়। সঠিক সময়ে সঠিক কারণ নির্ণয়ের মাধ্যমে উপযুক্ত চিকিৎসায় এ সমস্যার সমাধান সম্ভব।

বন্ধ্যত্বকে নীরবে মেনে নেওয়ার কোন অর্থ নেই। সুস্থ‚ স্বাভাবিক জীবন যাপন আপনাকে মুক্তি দিতে পারে বন্ধ্যত্ব থেকে।

পাঠকের মন্তব্য